▶জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।
▶ঝামা পাথর হল একমাত্র পাথর,যা অনেক সময় পানির উপর ভাসে।
▶ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাঁতার কাটতে পারে।
▶নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।
▶পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরণ তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।
▶পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে।
▶প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।
▶প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
তথ্যসূত্রঃ ইন্টারনেট