খুশকি অথবা চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগলে নিয়মিত ব্যবহার করতে পারেন দইয়ের হেয়ার প্যাক। এটি চুলের রুক্ষতা দূর করে উজ্জ্বল ও ঝলমলে করে চুল।
▶জেনে নিন চুলের যত্নে দই ব্যবহার করবেন কীভাবে-
⚫মাথার ত্বকে চুলকানি হলে এক কাপ দইয়ের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
⚫খুশকি দূর করতে কার্যকর মেথি ও দইয়ের হেয়ার প্যাক। মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন পেস্ট করে নিন। এক কাপ দইয়ের সঙ্গে মেথির পেস্ট মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে খুশকি দূর হবে।
⚫গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে নিন। ৪ চা চামচ গুঁড়ার সঙ্গে ২ চা চামচ দই মিশিয়ে চুলে লাগান। চুল হবে ঝলমলে।
⚫চুলের বৃদ্ধি বাড়াতে দই ও কমলার খোসার হেয়ার প্যাক লাগান। কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। আধা কাপ দইয়ের সঙ্গে কমলার খোসার গুঁড়া মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
তথ্য: বোল্ডস্কাই