ঋতু পরিবর্তনে ত্বকের পরিচর্যায়ও পরিবর্তন আনতে হয়। এখনকার শুষ্ক আবহাওয়া ও গরমের তীব্রতার কারণে অধিকাংশ মানুষই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন। আর যাদের ত্বক একটু বেশিই সংবেদনশীল, তাদের একটু বেশিই সাবধান থাকতে হয় এই সময়টায়।
হাজারো ব্যস্ততার মাঝে আলাদা করে ত্বক পরিচর্যার সময়টা বের করা কঠিন। কিন্তু এসব সমস্যার সমাধান দিতে পারে এক টুকরো বরফের টুকরো। সাধারণ বরফ ঘষলে ত্বকের ফোলাভাব কমে, ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। এছাড়া শসা, অ্যালোভেরা, দুধ- ইত্যাদি দিয়ে বরফ তৈরি করে ত্বকে ঘষলেও উপকার পাওয়া যায়।
এতে ত্বকের রক্ত চলাচল দ্রুত হবে, মরা চামড়া উঠে যাবে, রোদে পোড়া ভাব দূর হবে, ব্রুন কমে যাবে। ত্বকে ব্যথা থাকলে বরফ পরিস্কার শুকনো কাপড়ে পেঁচিয়ে ঘষলে উপকার পাওয়া যায়।