এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ ভাগ। অর্থাৎ, বাকি ১৯ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী ফেল করেছে। ব্যর্থ হওয়া কতিপয় শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ফেল করার আসল কারণ জানুন এখানে!
▶আপনি এসএসসিতে ফেল করেছেন, কারণ কী?
▪ জনৈক শিক্ষার্থী : ফেল করেছি, কারণ পাস করতে পারিনি!
▶আপনার ফেল করার কারণ কী?
▪ জনৈক শিক্ষার্থী : কীভাবে পাস করব! পরীক্ষার আগে গরম একটি ইস্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে দিতে সময় চলে গেল! পড়ার সময়ই তো পাইনি!
▶কী কারণে এসএসসিতে ফেল করেছেন বলে মনে হয়?
▪ জনৈক শিক্ষার্থী : কারণ তো একটা আছেই!
▶হ্যাঁ, সেই কারণটাই জানতে চাইছি...
▪ শিক্ষার্থী : পরীক্ষার আগে বল্টু মিয়া বলছিল সে আমারে পরীক্ষায় দেখাবে। কিন্তু পরীক্ষার হলে গিয়া সে পল্টি খাইয়া গেল! আমিও ফেল!
▶আপনি কেন ব্যর্থ হলেন পাস করতে?
▪ জনৈক শিক্ষার্থী : ব্যর্থ না হলে সফলতার মজা পাওয়া যায় না! অতএব....
▶আপনার ফেল করার পেছনে দায়ী কে?
▪ জনৈক শিক্ষার্থী : দায়ী তো তিনিই, যিনি আমার পরীক্ষার খাতা দেখেছেন! একটু উদার হলে কী এমন হইত!
তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন