শিক্ষক : বল তো পাঁচতলা বিল্ডিং থেকে পড়া আর দোতলা থেকে পড়ার মধ্যে পার্থক্য কী?
কবির : একেবারে সহজ। যে পাঁচতলা থেকে পড়বে সে প্রথমে আ আ আ আ আ বলে চিৎকার করে ধপাশ করে পড়বে। আর যে দোতলা থেকে পড়বে সে ধপাস করে পড়ার পর আ আ আ আ বলে চিৎকার করবে।
শিক্ষক : বুঝিয়ে বল।
কবির : স্যার, যে পাঁচতলা থেকে পড়ে সে আগেই চিৎকার করে, পড়ার পর মারা যায়। আর যে দোতলা থেকে পড়ে, সে পড়ার পর ব্যথায় চিৎকার করে।