দৈনন্দিন সমস্যার চটজলদি সমাধান

টুকিটাকি টিপস May 5, 2017 1,567
দৈনন্দিন সমস্যার চটজলদি সমাধান

ঘর-গৃহস্থালির কাজে আমাদের ছোটখাট ঝামেলায় পড়তে হয় প্রায়ই। এমন কিছু সমস্যার চটজলদি সমাধান জানা থাকলে কমে যায় অহেতুক বিড়ম্বনা। জেনে নিন কিছু দৈনন্দিন সমস্যার চটজলদি সমাধান-


ঘর আবদ্ধ থাকার কারণে অনেক সময় ভ্যাপসা গন্ধ হয়ে থাকে। এসি অন করলে আরও প্রকট আকার ধারণ করে এই গন্ধ। এই সমস্যা থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনারের ওপর ড্রায়ার সিট রাখুন। গন্ধ থাকবে না ঘরে।


ব্লেন্ডার ব্যবহারের পর পরিষ্কার করতে পোহাতে হয় ঝামেলা। সহজে পরিষ্কার করতে চাইলে লিকুইড সোপ ও পানি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন ১ মিনিট। দ্রুত পরিষ্কার হয়ে যাবে।


গুরুত্বপূর্ণ বিজনেস কার্ডের ছবি মোবাইলে তুলে রাখতে পারেন। এতে সবসময় কার্ড বহন করতে হবে না। আবার হারিয়ে গেলেও কাজে লাগবে এসব ছবি।


বোতামওয়ালা কাপড় ইস্ত্রি করতে সমস্যা হলে উল্টা করে ইস্ত্রি করুন।


ঝুড়িতে ময়লা ফেলার আগে পুরনো নিউজপেপার বিছিয়ে নিন। গন্ধ কম ছড়াবে।


ভ্রমণে গেলে নিয়মিত কাপড় ধোয়া সম্ভব হয় না। এক টুকরো সুগন্ধি সাবান রেখে দিন ময়লা কাপড় রাখার স্থানে। গন্ধ হবে না কাপড়ে।


তথ্য: বোল্ডস্কাই