কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি?

ইসলামিক শিক্ষা May 5, 2017 1,783
কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি?

প্রশ্ন : আমি জানতে চাই, কাঁচা পেঁয়াজ কি খাওয়া যাবে?


উত্তর : না, কাঁচা পেয়াঁজ খাওয়াটা মাকরুহ, অপছন্দনীয়। বিশেষ করে রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘যদি কেউ কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, অর্থাৎ যেগুলো দুর্গন্ধযুক্ত, এগুলো খায়, সে যেন মসজিদে আমাদের কাছে না আসে।’


অর্থাৎ মসজিদে আসার সময়, সালাতের সময় মূলত কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খেয়ে আসা উচিত নয়। কারণ এর মাধ্যমে অন্যদের কষ্ট হয়ে থাকে। তাই উত্তম হচ্ছে, কাঁচা পেঁয়াজ না খাওয়া, কারণ পেঁয়াজ খেলে মুখে গন্ধ হয় এবং এই গন্ধ অব্যাহত থাকে। এর মাধ্যমে নিজেরও কষ্ট হয়, আবার আশপাশে যাঁরা থাকেন, তাঁদেরও কষ্ট হয়ে থাকে।


এ কারণে এই কাজটি মাকরূহ, অপছন্দনীয় কাজ। কিন্তু পেঁয়াজ এমনি খাওয়া নাজায়েজ নয়, হারাম নয়। মাকরূহ হয়েছে শুধু গন্ধের কারণে। আপনি যদি পেঁয়াজ খেয়ে, দাঁত ব্রাশ করে গন্ধ দূর করতে পারেন, তাহলে খেতে কোনো নিষেধ নেই।