মিলুর মোজার গন্ধে স্কুলে কেউ টিকতে পারে না। একদিন শিক্ষক রেগে ফায়ার হয়ে বললেন-
শিক্ষক : কাল মোজা না পাল্টালে স্কুল থেকে তাড়াবো তোকে।
পরদিন আবার সেই বিশ্রী গন্ধ। শিক্ষক মোজার প্রসঙ্গ তুলতেই মিলু হাউমাউ করে কেঁদে উঠল-
মিলু : জানতাম স্যার, আমি জানতাম। আপনি বিশ্বাস করবেন না যে, আমি মোজা পাল্টেছি। এজন্যই আমার পুরনো মোজাটাকেও পকেটে করে নিয়ে এসেছি, এই দেখুন...