তোমার কিচ্ছু হবে না

ক্লাস-রুম কৌতুক May 3, 2017 2,575
তোমার কিচ্ছু হবে না

শিক্ষক : বল তো সুমী, শিক্ষকের স্থান কোথায়?


সুমী : কেন স্যার, আমার পিছনে।


শিক্ষক : শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি হতচ্ছাড়া? তোমার কিচ্ছু হবে না।


সুমী : কেন স্যার, বাবাই তো বলেন, তোর পিছনে এতো মাস্টার লাগালাম তবু তুই পাস করতে পারলি না।