প্রশ্ন : বাথরুমে পানি থাকা সত্ত্বেও কি কুলুপ করা প্রয়োজন?
উত্তর : না, নেওয়াটা বাধ্যতামূলক নয়। যদি পানি না থাকে, তাহলে ঢিলা কুলুপ ব্যবহার করতে পারেন। যদি পানি থাকে তাহলে পানি দিয়ে পবিত্রতা হাসিল করাটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে প্রকৃত নির্দেশ।
তাহরাতের আসল হচ্ছে মূলত পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা, এটাকে এস্তেঞ্জা বলা হয়ে থাকে। সুতরাং এস্তেঞ্জা যদি আপনার সুযোগ থাকে তাহলে পানি ব্যবহার করাটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। সেখানে ঢিলা কুলুপ ব্যবহার করার প্রয়োজন নেই।