জানা অজানা মজার তথ্য - ১৪তম পর্ব

জানা অজানা April 30, 2017 2,160
জানা অজানা মজার তথ্য - ১৪তম পর্ব

১। পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।


২। আইনষ্টাইনের মতে, পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।


৩। হার্টের চাপকে কাজে লাগিয়ে রক্তকে নিক্ষেপ করা হলে তা ৯ মিটার(২৭ ফুট) দূরত্ব অতিক্রম করবে।


৪। আলেকজান্ডার দি গ্রেট এর সৈন্যদের ক্লিনসেভ করা বাধ্যতামুলক ছিল, যাতে শত্রুপক্ষ দাড়ি পাকড়াও করে হারিয়ে দিতে না পারে।


৫। নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না।


৬। দীর্ঘশব্দভীতি এর ইংরেজি – “Hippopotomonstrosesquippedaliophobia”.


৭। মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি


৮। “Four(4)” হল একমাত্র সংখ্যা যার “অক্ষর সংখ্যা” এবং “মান” সমান।


তথ্যসূত্রঃ ইন্টারনেট