মাছের স্মৃতিশক্তি মানুষের চেয়েও বেশি! আসল সত্যিটা জানলে আপনিও অবাক হবেন

জানা অজানা April 29, 2017 1,491
মাছের স্মৃতিশক্তি মানুষের চেয়েও বেশি! আসল সত্যিটা জানলে আপনিও অবাক হবেন

অনেকেরই ধারণা, মাছের স্মৃতিশক্তি নেই বললেই চলে। এ কারণে মাছের স্মৃতিশক্তি নিয়ে অনেকেই ঠাট্টা মস্করাও করেন।


মাছের স্মৃতিশক্তি কি মানুষের চেয়েও বেশি? আসল সত্যিটা জানলে আপনিও অবাক হবেন। সম্প্রতি এক গবেষকরা জানিয়েছেন মাছের স্মৃতিশক্তি রয়েছে। কোনো কোনো মাছ এমনকি চেহারাও মনে রাখতে পারে, এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। অনেকেই বলেন মাছ কয়েক সেকেন্ড একটি বিষয় মনে রাখতে পারে।


কোনো স্থানে রওনা দিলে সেখানে যাওয়ার পর কিজন্য গিয়েছিল, তা ভুলে যায়। যদিও বিশেষজ্ঞরা এ ধারণাকে ভুল বলে মনে করছেন। মাছের মস্তিষ্কের কোনো কোনো বিষয়ে দক্ষতা বহু প্রাণীর চেয়ে উন্নত।


এমনকি কোনো স্থান সম্পর্কে মাছ মানুষের চেয়েও উন্নত বিশ্লেষণ করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি অস্টেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির গবেষকরা এ বিষয়ে একটি গবেষণা করেছেন। এতে উঠে এসেছে মাছের মস্তিষ্কের বিষয়ে বহু তথ্য।


ম্যাকুয়ারি ইউনিভার্সিটির গবেষক ও ফিশ বায়োলজি জার্নালের অ্যাসিস্ট্যান্ট এডিটর কুলুম ব্রাউন সম্প্রতি এ বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, বহু মানুষই মাছের মস্তিষ্কের ক্ষমতাকে অবমূল্যায়ন করে। এর কারণ হিসেবে মনে করা হয়, মাছ প্রাগৈতিহাসিক প্রাণী।


যদিও বাস্তবতা তা থেকে ভিন্ন। বর্তমানে এ পৃথিবীর অধিকাংশ মাছই মানুষের মতো বিবর্তিত হয়েছে। গোল্ডফিসের স্মৃতিশক্তি নিয়ে বিভিন্ন সাহিত্যেও ভুল তথ্য রয়েছে বলে জানান গবেষকরা। অনেকে গোল্ডফিসের তিন সেকেন্ড স্মৃতিশক্তি থাকে বলে মনে করেন।


যদিও বাস্তবতা হলো গোল্ডফিস তিন মাস পর্যন্ত কোনো বিষয় স্মরণ রাখতে পারে। এমনকি তারা সময় সম্পর্কেও ধারণা রাখে। ২০০১ সালের এক গবেষণায় জানা যায়, বেঁচে থাকার প্রয়োজনে বহুদিন পর্যন্ত বিপদের বিষয়গুলো মনে রাখতে পারে মাছ।


সে গবেষণায় দেখা যায়, কোথাও বিপদে পড়লে সেখান থেকে পালানোর উপায় ১১ মাস পর্যন্ত মনে রাখতে পারে মাছ। এ বিষয়ে মি. ব্রাউন বলেন, অধিকাংশ স্থলচর প্রাণীর মতোই মাছের ভালো বুদ্ধি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও বেশি বুদ্ধি দেখা যায়।