ইসলামে নারীদের ইমামতির বিধান আছে কি?

ইসলামিক শিক্ষা April 29, 2017 880
ইসলামে নারীদের ইমামতির বিধান আছে কি?

প্রশ্ন : ইসলামে নারীদের ইমামতির বিধান আছে কি?


উত্তর : এক জায়গায় ইসলামে নারীদের ইমামতির বিধান আছে। সেটা হলো, নফল সালাতে। যেমন : তারাবি অথবা তাহাজ্জুদ। সেই সময় নারীরা নারীদের ইমামতি করতে পারবেন। এ ব্যাপারে বেশির ভাগ আলেমই একমত প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, এটি জায়েজ। কারণ আয়েশা (রা.) এ কাজটি করতেন, উম্মে সালেমা (রা.) এ কাজটি করতেন। তাঁরা ইমামতি করতেন বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।


দ্বিতীয় হচ্ছে, ফরজ সালাতে নারীদের ইমামতি নারীরা করতে পারবে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। নারীরা ফরজ সালাতে নারীদের ইমামতি করতে পারবে যদি সেখানে নারীরা একত্রিত হয় এবং তাঁরা সেখানে সালাত আদায় করতে চায়। একজন ইমাম হয়ে সালাত আদায় করতে পারবেন, কারণ নফলে যা জায়েজ, ফরজেও তা জায়েজ, এটাই হচ্ছে দলিল।


ইমাম আহমদ ইবনে (রা.) এই মতটি পোষণ করেছেন এবং এটি একটি শক্তিশালী মত। কিন্তু যদি সেখানে পুরুষ থাকে তাহলে পুরুষের ইমামতি করতে হবে। নারী পুরুষের ইমাম হতে পারে না কোনোভাবেই নয়, কোনোক্রমেই নয়। কোনো অবস্থাতেই কোনো নারী কোনো পুরুষের ইমাম হতে পারবে না। নারীরা নারীদের ইমাম হতে পারবে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন