জানা অজানা মজার তথ্য - ১৩তম পর্ব

জানা অজানা April 28, 2017 1,627
জানা অজানা মজার তথ্য - ১৩তম পর্ব

১. যখন ২ জন মানুষ (ছেলে-মেয়ে) প্রেম শুরু করেন, তারা গড়ে ২ জন বন্ধু হারান।


২. মিথ্যা কথা ধরার ক্ষেত্রে - মেয়েরা ছেলেদের তুলনায় বেশি পারদর্শী!


৩. মেয়েরা ১দিনে গড়ে ৬০ বার হাসেন, যেখানে ছেলেরা গড়ে হাসেন ১০ বার।


৪. অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, মেয়েদের গড়ে ৮০% মানুষিক চাপ ও বিষণ্ণতার পিছনের কারণ অতিরিক্ত চিন্তা করা। অর্থাৎ মেয়েরা সবকিছুতে এতোটা বেশি নেতিবাচক চিন্তা করেন যার ফলে তারা আরও বেশি মানুষিক চাপ ও বিষণ্নতায় ভোগেন।


৫. গর্ভবতী মেয়েরা ধূমপান করলে তাদের সন্তান হিংস্র হওয়ার সম্ভাবনা থাকে।


৬. মেয়েরা ছেলেদের তুলনায় ৪ গুণ বেশি কাঁদেন।


৭. ৯৯ বছরের একজন ব্যাক্তি ৭৭ বছর সংসার করার পর তার স্ত্রীকে তালাক দেন। কারণ, এতো বছর পর লোকটি জানতে পারেন - বিয়ের আগে তার স্ত্রীর একটি প্রেম ছিলো।


৮. প্রোফেসর হাভার্ডের মতে, টাকা দিয়ে সুখ কেনা যায় - যদি সেই টাকা আপনি অন্যান্য মানুষের জন্য ব্যয় করেন।