চুলের বৃদ্ধি বাড়ায় অ্যালোভেরা

রূপচর্চা/বিউটি-টিপস April 28, 2017 868
চুলের বৃদ্ধি বাড়ায় অ্যালোভেরা

রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। অ্যালোভেরাকে বলা হয় জাদুকরী ভেষজ। চুল পড়ে যাওয়া, খুশকি ও চুলের রুক্ষতা দূর করতে এই উদ্ভিদের জুড়ি নেই। অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে ঝলমলে ও উজ্জ্বল করে চুল। নিয়মিত অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের বৃদ্ধি বাড়ে।


• জেনে নিন চুলের যত্নে অ্যালভেরার ব্যবহার. . .


খুশকি দূর করতে

অ্যালোভেরা থেকে জেল সংগ্রহ করুন। জেল ব্লেন্ড করে মাথার তালুতে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে।


চুল ঝলমলে করতে

রেগুলার শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ব্যবহার করুন। এটি চুলের জৌলুস বাড়াবে।


প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে

অ্যালোভেরা জেল মাথার তালু ও চুলে ভালো করে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ও সুন্দর হবে চুল।


চুলের বৃদ্ধি বাড়াতে

আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চা চামচ মেথি পাউডার, ১ চা চামচ তুলসি গুঁড়া ও ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি সারারাত লাগিয়ে রাখুন চুলে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাকটি চুলের রুক্ষতা দূর করে চুলের বৃদ্ধি বাড়াবে।