ছাইড়া গেলাম ফেসবুকের পৃথিবী
লাইকের খেলায় হারাইলাম সবই!
বুকে জমাট বাঁধা ব্লকের বাণ।
কী নিঠুর এই জাকারের বিধান!
রক্তে আমার মিশ্যা ছিল স্ট্যাটাসেরই ছোঁয়া
হৃদয় দিয়া বাইয়া গেলাম কমেন্টসের খেয়া!
আশায় আশায় কাটল জীবন ভর
পার হই নাই তবু লাইকের সাগর!
বুকে জমাট বাঁধা ব্লকের বাণ
কী নিঠুর এই জাকারের বিধান!
কিসের আশায় মন সঁপিলাম ফেসবুকের মেলায়
কী পাইলাম, আর কী হারাইলাম
লাইকেরই খেলায়!
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাঙল কেন লাইকেরই স্বপন!
বুকে জমাট বাঁধা ব্লকের বাণ।
কী নিঠুর এই জাকারের বিধান!
কালা কাফন পইরা গেলাম ব্লকের কারাগারে
রাইখা গেলাম আমার এই আইডি তোমাদের তরে!
আমায় মনে রাইখো চিরদিন
লাইকের নেশায় হইয়ো না বিলীন!
বুকে জমাট বাঁধা ব্লকের বাণ।
কী নিঠুর এই জাকারের বিধান!