ফ্লোর ঘামছে? পাউডার লাগান

মজার সবকিছু April 26, 2017 989
ফ্লোর ঘামছে? পাউডার লাগান

বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় সবার বাসার ফ্লোর ঘামছে। কিন্তু ঠিক কী কারণে ঘামছে, সেটা কেউ বুঝতে পারছে না। সে জন্য সুযোগ বুঝে ব্যক্তিগত উদ্যোগে হাস্যরস বাসার ফ্লোর ঘেমে যাওয়ার কারণ বের করেছে। আসুন, পড়ে নিই।


১. ডায়রিয়া

ডায়রিয়া হলে সাধারণত শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়। বলা যায়, বাসার শরীর, অর্থাৎ ফ্লোরের ডায়রিয়া হয়েছে, তাই পানি বের হচ্ছে। সুতরাং আসুন, ফ্লোরের পানিশূন্যতা যাতে সৃষ্টি না হয়, সে জন্য ফ্লোরকে বেশি করে পানি খাওয়াই।


২. নার্ভাস

নার্ভাস হলে মানুষের শরীর ঘামে। হয়তো বা কোনো কারণে বাসার ফ্লোর নার্ভাস হয়ে গেছে, তাই এ জন্য ঘামছে।


৩. হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক হলে মানুষের শরীর ঘামে। হতে পারে ফ্লোরের হার্ট অ্যাটাক হয়ে গেছে।


৪. গরম ও ঘামাচি

কথায় আছে, শরীর অতিরিক্ত ঘেমে যাওয়া মানে ঘামাচি ওঠার পূর্ব লক্ষণ। গরমে মানুষ ঘামে, ফ্লোরও ঘামে। সুতরাং ফ্লোরকে ঘামাচির হাত থেকে বাঁচাতে টেলকম পাউডার দিন।