আয়ের নতুন সুযোগ ফেসবুকে!

ইন্টারনেট দুনিয়া April 26, 2017 1,827
আয়ের নতুন সুযোগ ফেসবুকে!

এবার ইউটিউবের মতো ফেসবুকেও ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করা যাবে।


আন্তর্জাতিক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল থেকে জানা যায়, ভিডিওফিচার যুক্ত হওয়ার পরে শুধু আমেরিকাতেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৯৪ শতাংশ।


এছাড়া সারা পৃথিবীতে ফেসবুক গ্রাহকের সংখ্যা বেড়েছে ৭৪ শতাংশ। আমেরিকায় প্রতিদিন ১০ কোটি ফেসবুক ভিডিও দেখা হয়। আমেরিকার নেট ব্যবহারকারী মানুষদের মধ্যে ৭৬ শতাংশ মানুষ ভিডিও খোঁজার জন্য প্রথমেই ফেসবুকে নক করে।


এদিকে সুসংবাদ হলো গ্রাহকরাও ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চাইলে গ্রাহকদের যা করতে হবে তা হল, একটি মৌলিক ভিডিও রেকর্ড করে তা পোস্ট করতে হবে ফেসবুকে। সেই ভিডিও যদি যথেষ্ট আকর্ষণীয় হয়, এবং সেই ভিডিও থেকে যদি ফেসবুক কর্তৃপক্ষ অর্থ উপার্জন করতে পারে।


তাহলে সেই লভ্যাংশের ৫৫ শতাংশ চলে যাবে সেই ফেসবুক গ্রাহকের অ্যাকাউন্টে, যিনি ভিডিওটি তৈরি করে ফেসবুকে আপলোড দিয়েছেন।