প্রশ্ন : নারীদের চুল খোলা থাকলে শয়তান বসে বলে যে বক্তব্য পাওয়া যায়, তা কি সহিহ?
উত্তর : না, এ ধরনের বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা একেবারেই নিজেদের মনগড়া বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। হাদিস দ্বারা সাব্যস্ত এটি হয়নি।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন