আঙুল ফোটানো কি নিষেধ?

ইসলামিক শিক্ষা April 25, 2017 2,133
আঙুল ফোটানো কি নিষেধ?

প্রশ্ন : আঙুল ফোটানো কি কোনো কারণে নিষেধ?


উত্তর : না, এ ব্যাপারে রাসূল (সা.)-এর কোনো নিষেধাজ্ঞা আসেনি। কিন্তু কেউ কেউ বলেছেন যে, আঙুল ফোটানো অনেক সময় হাড়ের জয়েন্টের জন্য ক্ষতিকর হতে পারে। সেটা একটা স্বাস্থ্যগত বিষয়।


অনেক সময় দেখা যায়, আঙুল ফোটালে একটু ভালো লাগে। তবে যদি স্বাস্থ্যগত কারণে চিকিৎসাবিজ্ঞান বলে যে এই কাজ করলে ক্ষতি হতে পারে, তাহলে সেটা না করাটাই ভালো। কিন্তু এটি কোরআন-হাদিসের বা শরিয়ার নিষেধ, এ ধরনের কোনো বক্তব্য আসেনি যে এটা নিষেধ হবে।