জানা অজানা মজার তথ্য - ১২তম পর্ব

জানা অজানা April 25, 2017 3,805
জানা অজানা মজার তথ্য - ১২তম পর্ব

১. আয়নাতে আপনি নিজেকে বাস্তবের চেয়ে পাঁচ গুণ বেশি আকর্ষণীয় দেখতে পান।


২. Listen শব্দটি লিখতে সেই অক্ষরগুলো লাগে, যা দিয়ে Silent শব্দ লেখা হয়।


৩. ৭৫ শতাংশ মানুষ তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো টয়লেটে বসে গ্রহণ করে।


৩. প্রতি ১০০০ পুরুষের বিপরীতে পৃথিবীতে আছেন মাত্র ৯৮৪ জন মহিলা।


৪. আন্তর্জাতিক ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট উইন্ডিস এ গিয়ে যদি বলেন, 'আমি বাইরের লোক। আমি হারিয়ে গেছি এবং আমার কাছে টাকা নেই।' তাহলে তাদের নিয়মানুসারে তারা আপনাকে ফ্রি খাবার দেবে।


৫. এক ইন্টারভিউয়ে বিল গেটস বলেন, "সবচেয়ে কঠিন কাজটি করার জন্য আমি আমার অফিসের সবচেয়ে অলস ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি। কারণ অলসতার জন্য সে কাজটা করার সহজ পদ্ধতি উদ্ভাবন করবে।"


৬. ইংল্যান্ডে আত্মহত্যা করা অবৈধ। আইন অমান্য করে কেউ আত্মহত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড।


৭. আমেরিকার হাসির অনুষ্ঠানগুলোতে ব্যাকগ্রাউন্ডে যে হাসির শব্দ পাওয়া যায় সেগুলো ১৯৫০-এর দশকে রেকর্ড করা। তার মানে দাঁড়াচ্ছে, হাসির অনুষ্ঠানে আপনি যে হাসির শব্দ শুনছেন, সেগুলো মৃত মানুষের হাসি।


৮. ১৯৯৫ থেকে ১৯৯৯ সালের মধ্যে জন্মলাভ করা শিশুরা ১৮ বছর হওয়ার আগেই দুই দশক, দুই শতাব্দী এবং দুই সহস্রাব্দ দেখতে পারবে।


৯. আপনি যদি গুগল ইমেজে ২৪১৫৪৩৯০৩ সংখ্যাটি লিখে সার্চ দেন তাহলে ফ্রিজের মধ্যে মাথা ঢুকিয়ে আছে, এমন লোকদের ছবি দেখতে পাবেন।


১০. দক্ষিণ কোরিয়ায় অনেকেই ১৪ ফেব্রুয়ারিকে 'আজীবন একা' দিবস হিসেবে পালন করে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট