টেবিল ভারি তাই চেয়ারটাই মারলাম

শিক্ষক-ছাত্র কৌতুক April 24, 2017 1,454
টেবিল ভারি তাই চেয়ারটাই মারলাম

বিলু আর টিপু চতুর্থ শ্রেণিতে পড়ে। একদিন টিফিন পিরিয়ডে দু’জনের বেধে গেল তুমুল ঝগড়া! রেগেমেগে টিপু একসময় বসার চেয়ারটাই ছুঁড়ে মারলো বিলুর দিকে।


অল্পের জন্য রক্ষা পেল বিলু, কিন্তু ততক্ষণে প্রধান শিক্ষকের কানে খবর পৌঁছে গেছে-


প্রধান শিক্ষক : টিপু! তুমি বিলুর দিকে চেয়ার ছুঁড়ে মেরেছো কেন?


টিপু : স্যার, টেবিলটা বেশি ভারি ছিল। তাই চেয়ারটাই তুলে মারলাম।