পা দেখে পাখির নাম

শিক্ষক-ছাত্র কৌতুক April 24, 2017 3,194
পা দেখে পাখির নাম

বায়োলজি প্রাক্টিক্যাল পরীক্ষা-


শিক্ষক : এই পাখির পা দেখে পাখিটির নাম বলো।


হাবলু : আমি জানি না।


শিক্ষক : তুমি ফেল করেছো। তোমার নাম কী?


হাবলু : আমার পা দেখুন। তাহলেই জানতে পারবেন।