স্মার্টফোনটাকে নতুনের মতো করতে হলে...

মোবাইল টিপস April 22, 2017 1,446
স্মার্টফোনটাকে নতুনের মতো করতে হলে...

আপনি যখন নতুন স্মার্টফোনটি কিনেছিলেন তখন তা একরকম ছিল। আর কিছুদিন ব্যবহারের পর অন্যরকম হয়ে যায়। ধীরগতির হয়, স্টোরজও কমে আসে। কিন্তু সামান্য কিছু কাজেই ফোনটিকে আবার সেই নতুনের মতো করে ফেলতে পারেন। এ বিষয়ে বিশেষজ্ঞদের টিপস নিন।


১. সফটওয়্যার আপডেট রাখুন

ফোনের সফটওয়্যার আপডেট রাখতে হবে। অর্থাৎ, এখানে গোটা অপারেটিং সিস্টেমটাকে আপডেট করতে বলা হচ্ছে। আইওএস বা অ্যান্ড্রয়েড যাই হোক না কেন, এটাকে যার যার অ্যাপ স্টোর থেকে আপডেট রাখতে হবে। নিয়মিম আপডেট না থাকলে ফোন ধীরগতির হয়ে যাবে।


২. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করা

ফোনে ধীরে ধীর অনেক অ্যাপ জমে যায়। এর মধ্যে অনেক আছে যা আগ্রহ নিয়ে ইনস্টল করেছেন, কিন্তু আর ব্যবহার করা হয় না। খুঁজে বের করুন কোন কোন অ্যাপ আপনি আর ব্যবহার করেন না। এগুলো শুধু শুধু ফোনের স্টোরেজ ভরে ফেরে। ফেলে দিন, ফোনটি আগের মতো হয়ে যাবে।


৩. ব্যাকগ্রাউন্ডের কাজ বন্ধ করে দিন

আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ চালু অবস্থায় থাকে। কাজ শেষে আবার আগের স্থানে ফিরে যেতেই এ সুবিধা রাখা হয়। মনে করে কাজ শেষে এই কাজগুলো বন্ধ করে দিন। এতে র‍্যাম ফ্রি হয়ে যাবে। মসৃণভাবে চলবে ফোনটি।


৪.হোম স্ক্রিন পরিষ্কার রাখুন

অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে অনেক অপশন থাকে। উইডগেট যোগ করকা যায়। এতে করে খুব সহজেই প্রয়োজনীয় অ্যাপে চলে যাওয়া সম্ভব। কিন্তু এদের ব্যবহারে হোম স্ক্রিনটি অগোছালো হয়ে ওঠে। তাই যার দরকার নেই, সেই আইকনগুলো হোম স্ক্রিনে রাখবে না। এতে ফোনটি পরিপাটি দেখাবে।


৫. অ্যানিমেশন কমিয়ে ফেলুন

যদি একটি অ্যাপ থেকে বেরিয়ে আরেকটি অ্যাপে যেতে ফোনটি ধীরগতিতে কাজ করে, তবে অপারেটিং সিস্টেমে কাজ করতে থাকা কিছু অ্যানিমেশন কমিয়ে ফেলুন। লাইভ ওয়ালপেপার, অন্যান্য বিশেষ ছবি ইত্যাদি না ব্যবহার করাই ভালো।


৬. পরিষ্কার করুন

কিছু অ্যাপ আনইনস্টল করলে এমনিতেই স্টোরেজ খালি হবে। এ ছাড়া টেম্পোরারি ফাইল জমে ফোন। এগুলো নিয়মিত পরিষ্কার করুন। ব্রাউজারও পরিষ্কার করুন। সেখানকার হিস্ট্রি পরিষ্কার করতে হবে নিয়মিত।


৭. রিসেট করুন

যখন ফোন কোনভাবেই দ্রুতগতির হচ্ছে না, তখন আরো বড় পদক্ষেপ নিতে পারেন। একটা ফ্যাক্টরি রিসেট দিন। এতে সব পরিষ্কার হয়ে যাবে। তার আগে অবশ্যই ফোনের যাবতীয় তথ্য ব্যাকআপ করে নেবেন। নয়তো ঝামেলায় পড়ে যাবেন। ফ্যাক্টরি রিসেট দিলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যাবে। সূত্র: চিট শিট