প্রসবের পর কত দিন নামাজ থেকে বিরত থাকা যাবে?

ইসলামিক শিক্ষা April 21, 2017 1,169
প্রসবের পর কত দিন নামাজ থেকে বিরত থাকা যাবে?

প্রশ্ন : কোনো নারীর যখন সন্তান হয়, তার কত দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকতে পারেন?


উত্তর : তিনি মূলত সালাত থেকে বিরত থাকতে পারবেন তত দিন পর্যন্ত, যত দিন পর্যন্ত স্রাব বন্ধ না হবে, তাহারাত হাসিল না হবে, পবিত্রতা হাসিল না হবে। তাহারাত হাসিল হয়ে গেলে তিনি ১০ দিনের মধ্যেও সালাত শুরু করতে পারেন। স্রাব বন্ধ না হলে তিনি অন্ততপক্ষে ৪০ দিন অপেক্ষা করবেন। তার পর তিনি সালাত শুরু করবেন।


যদিও এই মাসয়ালা নিয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। কিন্তু কমপক্ষে ৪০ দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এর পর যদি স্রাব বন্ধ না হয়ে থাকে, তাহলে তিনি গোসল করে তাহারাত হাসিল করে সালাত আদায় করবেন। আর এই সালাতের কোনো কাজা তাঁকে করতে হবে না।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন