ত্বকের যত্নে ঘরোয়া উপাদান

রূপচর্চা/বিউটি-টিপস April 17, 2017 781
ত্বকের যত্নে ঘরোয়া উপাদান

হাতের কাছে নানান উপাদান ব্যবহার করে সহজেই নেওয়া যায় ত্বকের যত্ন।


ত্বকের রং উজ্জ্বল আর মসৃণ করতে কত ধরনের নামীদামী প্রসাধনীই না ব্যবহার করা হয়। তারপরও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না।


রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে সহজলভ্য উপাদান দিয়ে সহজেই ত্বকের যত্ন নেওয়ার কিছু পদ্ধতি জানানো হয়।


- ঘরে যে ফল রয়েছে তা ভালোভাবে ভর্তা করে সরাসরি ত্বকে ব্যবহার করা যেতে পারে। তাজা ফলের নির্যাস ত্বকের জন্য অত্যন্ত উপকারী।


- এক ভাগ লেবুর রস, এক ভাগ গোলাপ জল এবং চার ভাগ ঠান্ডা পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ একটি ছোট স্প্রে বোতলে নিয়ে রাখুন। এটি সারাদিন সঙ্গে রাখলে যখন প্রয়োজন মুখে স্প্রে করে নেওয়া যেতে পারে। এটি ত্বক শীতল এবং স্নিগ্ধ রাখতে সাহায্য করবে।


- ত্বক পরিষ্কার করতে মুলতানি মাটি বেশ উপযোগী। তাছাড়া এতে রয়েছে বিশেষ কিছু খনিজ উপাদান যা ত্বকে পুষ্টি যোগায়।


- দুই টেবিল-চামচ মুলতানি মাটি, আধা টেবিল-চামচ চন্দন গুঁড়া, দুই টেবিল-চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। পুরো মুখ ও গলায় সমানভাবে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই মাস্ক ব্যবহারে ত্বক পরিষ্কার হয়ে যাবে।


- ত্বকের দাগ এবং কালো ছোপ দূর করতে বেশ উপকারী কাঁচাআলুর রস। আলু থেঁতলে রস বের করে নিয়মিত ত্বকে মাখলে উপকার পাওয়া যাবে।