প্রশ্ন : আমার স্বামী চব্বিশ পারা পর্যন্ত কোরআন শরিফ পড়ে মারা গেছেন। এখন কীভাবে খতম হবে? আমি কি বাকিটা পড়ে খতম দেব?
উত্তর : বাকিটা যদি আপনি পারেন, তিলাওয়াত করে খতম করতে পারেন। সেটা ভালো কাজ। তাতে কোনো সন্দেহ নেই। এই ভালো কাজে আপনিও শামিল হতে পারেন, তাহলে কোরআনে কারিম খতম করার কাজটি আপনি সম্পূর্ণ করতে পারলেন। এটি আপনি করতে পারেন।
না করলেও কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বাকি ছয় পারা তিলাওয়াত করেন, তাহলে কোরআন খতমের যেই কাজটি, সেখানে আপনি সহযোগিতা করতে পারলেন।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন