প্রশ্ন : কুকুর মানুষকে কামড়ালে বা মানুষের ক্ষতিসাধন করলে কুকুর মারা জায়েজ হবে কি?
উত্তর : কুকুর মানুষকে কামড়ালে বা মারাত্মক কোনো ক্ষতিসাধন করলে ওই হিংস্র কুকুরকে হত্যা করা বৈধ। এমনিতে সাধারণ কুকুর মেরে যে কুকুর নিধন করা হয়, তা বৈধ নয়।
[মুসলিম, ২৭৬০; আবু দাউদ, ১৮৪৭; মিশকাত, ৪২৫২]
সূত্রঃ দৈনিক যুগান্তর