অমুসলিমের দান মসজিদের জন্য গ্রহণ করা যাবে কি?

ইসলামিক শিক্ষা April 14, 2017 1,390
অমুসলিমের দান মসজিদের জন্য গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন : অমুসলিমের দান মসজিদের জন্য গ্রহণ করা যাবে কি?


উত্তর : হ্যাঁ, অমুসলিম ব্যক্তি সাওয়াবের নিয়তে দান করলে এবং পরবর্তীতে ওই দানের কারণে মসজিদে কোনোরকম ক্ষমতা বা কর্তৃত্ব প্রয়োগ না করলে, তার দান গ্রহণ করা বৈধ হবে, অন্যথা নয়।


[আল বাহরুর রায়েক, খণ্ড : ৫, পৃষ্ঠা : ৩১৬; মাহমুদিয়া, খণ্ড : ১৫, পৃষ্ঠা : ১১৪]


সূত্রঃ দৈনিক যুগান্তর