শুধু ‘আল্লাহ আল্লাহ’ বলে জিকির নিষেধ? কেন?

ইসলামিক শিক্ষা April 12, 2017 2,060
শুধু ‘আল্লাহ আল্লাহ’ বলে জিকির নিষেধ? কেন?

প্রশ্ন : ‘আল্লাহ আল্লাহ’ জিকির করা নিষেধ কেন?


উত্তর : ‘আল্লাহ আল্লাহ’ মানে ‘লাফজুল জালালা’ জিকির নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে রাসুল (সা.) অথবা তাঁর সাহাবিদের কোনো আমল অথবা তাবেয়িদের কোনো আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি যে, তাঁরা এভাবে জিকির করেছেন।


কারণ জিকিরের বিষয়গুলো রাসুল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন। ‘সুবহান আল্লাহ’ ‘আলহামদুলিল্লাহ’ ‘লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর’ ইত্যাদি। সেগুলোর দীর্ঘ আলোচনা রয়েছে।


‘লাফজুল জালালা’ এর মধ্যে শুধু আল্লাহ সুবানাহু তায়ালার নাম রয়েছে। এর মধ্যে না রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের বিষয়, না আছে আল্লাহর প্রশংসা, না আছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার কথা। জিকিরের জন্য এই তিনটি বিষয়কে শর্ত হিসেবে মানা হয়।


আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্বের বিষয় থাকতে হবে, পবিত্রতার বিষয় থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সানা; আলহামদুলিল্লাহ, প্রশংসার বিষয়টিও থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো না থাকে, শুধু আল্লাহ, লাফজুল জালালার জিকির সালাফদের আমল দ্বারা, এমনকি রাসুল (সা.)-এর আমল দ্বারাও সাব্যস্ত হয়নি।


সুতরাং যেই কাজটি নবী (সা.) করেননি, সেই কাজটি দ্বিনের মধ্যে ইবাদত হিসেবে পালন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। যেহেতু কোনো কাজকে ইবাদত হতে হলে অবশ্যই নবীকে (সা.) করতে হবে অথবা নবীকে (সা.) করতে বলতে হবে অথবা এর জন্য সুস্পষ্ট দলিল থাকতে হবে। কিন্তু এর জন্য কোনোটাই পাওয়া যায়নি।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন