কলার ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

রূপচর্চা/বিউটি-টিপস April 11, 2017 975
কলার ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

প্রাকৃতিকভাবে ত্বক কোমল রাখতে চাইলে নিয়মিত ব্যবহার করুন কলার ফেসপ্যাক। এছাড়া ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের জৌলুস বাড়াতেও এটি অতুলনীয়। ত্বকের রোদে পোড়া কালচে দাগ ও বলিরেখা দূর করতে পারে কলা। জেনে নিন কলার ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-


▶কলা ও ভিনেগার


অর্ধেকটি কলা চটকে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।


▶কলা ও মধু


সংবেদনশীল ত্বকের জন্য এই ফেসপ্যাকটি কার্যকর। একটি কলা গ্রিন্ড করে পেস্ট তৈরি করুন। ১ চা চামচ চালের আটা ও ৪ চা চামচ মধু মেশান পেস্টে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে কোমল ও সুন্দর।


▶কলা ও কমলা


বলিরেখা দূর করার জন্য কার্যকর কলা ও কমলার ফেসপ্যাক। ১টি কলা অর্ধেক করে কেটে নিন। কলার পেস্ট তৈরি করে ৫ থেকে ১০ চা চামচ কমলার রস মেশান। মিশ্রণটি গলা ও মুখের ত্বকে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।


▶কলা ও দুধ


তৈলাক্ত ত্বকে ব্যবহার করতে পারেন কলা ও দুধের ফেসপ্যাক। দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। অর্ধেকটা কলা গ্রিন্ড করে ঠাণ্ডা কাঁচা দুধ মেশান। ১ চা চামচ লেবু ও আধা চা চামচ হলুদ মেশান মিশ্রণে। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।


▶কলা ও দই


ত্বক উজ্জ্বল করতে পারে এই ফেসপ্যাক। একটি কলা পেস্ট করে দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


▶কলা ও হলুদ


ব্রণ দূর করার জন্য কলা ও হলুদের ফেসপ্যাক কার্যকর। একটি কলা চটকে ১ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ বেসন ও সামান্য হলুদ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।


▶কলা ও বেসন


রোদে পোড়া ত্বকের যত্নে কলা ও বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অর্ধেকটি কলা চটকে ৩ চা চামচ বেসন মেশান। ১ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চাম মুলতানি মাটি মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


তথ্য: বোল্ডস্কাই