সুগন্ধি তুলসি পাতা কেবল স্বাস্থ্যরক্ষায়ই অনন্য নয়, ত্বকের যত্নেও অতুলনীয়। তুলসিতে থাকা ভিটামিন, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ দূর করতে পারে। পাশাপাশি তুলসির ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন।
▶জেনে নিন রূপচর্চায় তুলসির ব্যবহার-
⚫ব্রণ দূর করতে
তুলসিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করতে পারেন। তুলসি পাতা বেটে রস সংগ্রহ করুন। হলুদ মিশিয়ে ত্বকে লাগান মিশ্রণটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
⚫ত্বক উজ্জ্বল করতে
তুলসি পাতা বেটে রসটুকু আলাদা করুন। তুলসির রসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। প্রতিদিন এটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
⚫দাগহীন ত্বকের জন্য
তুলসি পাতা বেটে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের কালচে দাগ দূর হবে।
⚫ত্বকের ইনফেকশন দূর করতে
তুলসির অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের অ্যালার্জিজনিত চুলকানি দূর করতে পারে। তুলসি পাতা পেতে আধা কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
⚫বলিরেখা দূর করতে
তুলসি পাতা বেটে ১ চা চামচ মুলতানি মাটি ও নারিকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বক টানটান করবে।
তথ্য: বোল্ডস্কাই