সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবির পাশাপাশি ভিডিও শেয়ারিং করাটাও ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপল ক্লিপস নামে সম্প্রতি নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন অ্যাপটির সাহায্যে খুব সহজেই ব্যবহারকারীরা যে কোনও ভিডিও ক্লিপস সুন্দর ও আকষর্ণীয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।
যা থাকছে অ্যাপল ক্লিপসে :
১. আইফোন, আইপ্যাড, আইপডের সাহায্যে সহজেই ভিডিও করা যাবে। এরপর তা এডিট করে শেয়ার করা যাবে।
২. ভিডিওতে থাকা শব্দ সহজেই মুছে ফেলা যাবে।
৩. পছন্দমত মিউজিক যুক্ত করা যাবে।
৪. ভিডিওতে টাইটেল যুক্ত করা যাবে। চাইলে অ্যানিমেশন টাইটেল যুক্ত করা যাবে।
৫. টাইটেলে ইমোজি যুক্তের সুবিধা ফলে ভিডিওটি হবে আরও আকষর্ণীয়।
৬. ভিডিওয়ের ব্যাকগ্রাউডে পছন্দের ছবি বা পোস্ট যুক্ত করা যাবে।
৭.অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে আইওএস ১০.৩ চালিত অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহার করতে হবে।
অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন এ ঠিকানায়-https://itunes.apple.com/us/app/clips