বাথরুমে যেতে হবে

শিক্ষক-ছাত্র কৌতুক April 8, 2017 1,447
বাথরুমে যেতে হবে

ছাত্র : স্যার আমি পড়া ভুলে গেছি।


শিক্ষক : হাত পাতো, তোমাকে যে মার খেতে হবে।


ছাত্র : তাহলে আমাকে বাথরুমে যেতে হবে।


শিক্ষক : কেন?


ছাত্র : হাত ধুতে। মা বলেছে। কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই যেন হাত ধুয়ে নিই।