সাধারন জ্ঞানের আসর - ১০০তম পর্ব

সাধারণ জ্ঞান April 7, 2017 2,654
সাধারন জ্ঞানের আসর - ১০০তম পর্ব

➊ যুক্তরাষ্ট্রের আদিবাসিদের নাম কি?

- রেড ইন্ডিয়ান


➋ সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা

তৈরি করেন?

-যুক্তরাষ্ট্র


➌ কনফুসিয়াস কে ছিলেন?

-চীনের দার্শনিক


➍ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত

জেলা?

-যশোর


➎ ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

-মালয়েশিয়া


➏ রেশম চাষকে বলা হয়___?

-সেরিকালচার


➐ হযরত শাহজালাল (র.) কোন দেশের

অধিবাসী ছিলেন?

-ইয়েমান


➑ 'আলাওল' কোন যুগের কবি ছিলেন?

-মধ্যযুগের


➒ 'সাহেব' এর বহুবচন কোনটি?

-সাহেবান


➓ বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয়

কাকে?

-বিহারীলাল চক্রবর্তী


সূত্রঃ ইন্টারনেট