প্রশ্ন : বাসায় কেউ না থাকলে ঘরের ভেতর, এমনকি ঘুমানোর সময়ও নারীরা কি মাথার কাপড় ফেলে রাখতে পারবে?
উত্তর : মাথার কাপড় তিনি ফেলতে পারেন। ঘুমানোর সময়ও ফেলতে পারেন। ঘরের ভেতর যদি এটা করেন, তাহলে নাজায়েজ কিছু নয়।
তবে ঘরের ভেতর যদি মাহরাম ছাড়া অন্য পুরুষ থাকে, তাহলে উত্তম হচ্ছে মাথায় কাপড় দেওয়া। এটা শালীনতা, সৌন্দর্যের জন্য। কারণ মাহরামদের সামনে মাথায় কাপড় দেওয়াটা বাধ্যতামূলক নয় বা সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন