হাত তুলতে কষ্ট লাগে

শিক্ষক-ছাত্র কৌতুক April 3, 2017 2,891
হাত তুলতে কষ্ট লাগে

শিক্ষক : তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি অলস তাকে আজ ৫০০ টাকা পুরস্কার দেব।


ছাত্রদের প্রায় সবাই হাত তুলল একজন বাদে।


শিক্ষক : কী ব্যাপার, তুমি হাত তুলোনি যে?


ছাত্র : স্যার হাত তুলতে কষ্ট লাগে।