সাধারন জ্ঞানের আসর - ৯৮তম পর্ব

সাধারণ জ্ঞান April 3, 2017 1,632
সাধারন জ্ঞানের আসর - ৯৮তম পর্ব

1.প্রশ্ন : সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর : পটুয়াখালী।


2.প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।


3.প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

উত্তর : নাজমুন আরা সুলতানা।


4.প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায়

অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার।


5.প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তর : জাতীয় সংসদের স্পিকার।


6.প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়?

উত্তর : ১৯৭৪ সালে।


7.প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?

উত্তর : পার্বত্য রাঙামাটি।


8.প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে?

উত্তর : বগুড়ায়।


9.প্রশ্ন : স্টেট ডুমা কোন দেশের আইন সভা?

উত্তর : রাশিয়া।


10.প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?

উত্তর : কক্সবাজার জেলায়।


11.প্রশ্ন : ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?

উত্তর : নেদারল্যান্ডস।


12.প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর : ১৯৯৭ সালে।


13.প্রশ্ন : ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়া।


14.প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

উত্তর : উত্তরাধিকার।


14.প্রশ্ন : বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?

উত্তর : কুতুবদিয়া।


15.প্রশ্ন : ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?

উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।


15.প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উত্তর : চার্লস উইলকিনস।


16.প্রশ্ন : ‘জীবন তরী’ কী?

উত্তর : একটি ভাসমান হাসপাতাল।


17.প্রশ্ন : ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?

উত্তর : বাংলা একাডেমী প্রাঙ্গণে।


18.প্রশ্ন : ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?

উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।


19. প্রশ্ন : ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?

উত্তর : নিউইয়র্ক।


20.প্রশ্ন : ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত? উত্তর : পর্তুগালের লিসবনে।


21.প্রশ্ন : বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?

উত্তর : এশিয়া ও ইউরোপকে।


22.প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?

উত্তর : গ্রান্ডখাল (চীন)।


23.প্রশ্ন : মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নওয়াব আবদুল লতিফ।


তথ্যসূত্রঃ ইন্টারনেট