▶ মাঝরাতে ফোন করে ঘুম ভাঙিয়ে প্রশ্ন
: দোস্ত, তুই ঘুমাইছিলি?
: আরে না, আমি আফ্রিকার বানর প্রজাতির বিবাহবন্ধন প্রক্রিয়া নিয়ে ভাবতেছিলাম।
▶ সিনেমা হলে দেখা হওয়ার পর প্রশ্ন
: আরে দোস্ত এখানে কী করিস?
: আমি সিনেমা হলে পপকর্ন বেচার দায়িত্ব নিয়েছি! পপকর্ন কিনবি একটা? প্লিজ!
▶ বাসে পা মাড়িয়ে দিয়ে প্রশ্ন
: সরি ভাই, ব্যথা পান নাই তো?
: না ভাই, ব্যথা পাব কেন? আমার পায়ে তো লোহা বান্ধা আছে। আর একবার পাড়া দেন না!
▶ ল্যান্ড ফোনে কল করার পর প্রশ্ন
: দোস্ত, তুই কোথায়?
: আমি মার্কেটে দোস্ত! টিঅ্যান্ডটি ফোনটা আমার গলায় ঝুলিয়ে রেখেছি।
▶ চুল ছোট দেখার পর প্রশ্ন
: কী রে, চুল কাটিয়েছিস নাকি?
: না না, চুল কাটাই নাই! এখন শীতকাল তো, শীতে যেমন সব ছোট হয়ে যায়, তেমনি চুলও ছোট হয়ে গেছে।
▶ ভাত খাওয়ার সময় প্রশ্ন
: কী রে, ভাত খাচ্ছিস?
: না রে, সিদ্ধ চাউল চাবাইয়া দেখতেছিলাম আমার দাঁত কেমন শক্ত।