প্রশ্ন : ভালো সিনেমা দেখা যাবে কি?
উত্তর : সিনেমা তো সিনেমাই। ভালো-মন্দ বলতে কিছু নেই। ভালো সিনেমা বলতে কী বোঝাচ্ছেন, সেটা জানতে পারলে ভালো হতো।
সিনেমার মধ্যে যদি কোনো হারাম দৃশ্য থেকে যায় বা হারাম কোনো বিষয় থেকে যায়, তাহলে সেটা দেখা জায়েজ নেই। সেটা যদিও ভালো সিনেমা নাম দেওয়া হয়।
আর যদি হারাম কোনো জিনিস না থাকে, তাহলে ভালো সিনেমা নাম না দিলেও এটি দেখা জায়েজ। কারণ সেখানে আর নামের বিষয় নেই। সেখানে হারাম কোনো বিষয় আছে কি না, সেটাই হচ্ছে মূল বিষয়। নিষিদ্ধ বিষয় থাকা চলবে না।