সমুদ্রের পানি লবণাক্ত কেন

শিক্ষক-ছাত্র কৌতুক March 24, 2017 2,424
সমুদ্রের পানি লবণাক্ত কেন

কলেজে বিজ্ঞান ক্লাস চলছে...


শিক্ষক : পল্টু দাঁড়াও। বলো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন?


পল্টু : সে বহুকাল আগের কথা। বিশাল এক জাহাজভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড়ে জাহাজটা ডুবে গেলো। আর এতেই সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে।