এক গালে চড় মারলে কি হয় জানেন?

জানা অজানা March 23, 2017 2,896
এক গালে চড় মারলে কি হয় জানেন?

কেউ এক গালে চড় মারলে হঠাত করেই অপর পক্ষকে বলতে শোনা যায় কেন এক গালে চড় মারলি? বিয়ে হবে না তো! ছোট বেলায় এমন কথা বন্ধুত্বের মধ্যে বেশ প্রচলিত ছিল। যদিও এখনও ছেলে হোক কিংবা মেয়ে অনেককেই এই কথাটি বলতে শোনা যায়! কিন্তু শুধু তো শুনেছেন। কখনও ভেবে দেখেছেন এই প্রবাদ আদৌতে সত্যি কি না? অনেকের মতে এটা মোটেই নিছক কুসংস্কার নয়। এর পেছনে রয়েছে যুক্তিও। কি সেই যুক্তি জানেন?


সেই যুক্তি হল, চড় মারার সময় উত্তজেনাবশত যদি খুব জোরে লাগে তাহলে আচমকা গাল এক পাশে ঘুরে যেতে পারে।


সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে চোট লাগতে পারে। তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে চড় মারা ভাবেই উচিৎ হবে না। পাশাপাশি, একগালে চড় মারলে মুখে হঠাত করে দাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রক্ত জমে বিপদ হয়ে যেতে পারে। এছাড়া, একগালে চড় মারলে ঘটে যেতে পারে বেশ কয়েকটি বিপদ। এমনকি, মৃত্যুও পর্যন্ত ঘটে যেতে পারে। তবে তার মানে এই নয় যে, দুই গালে চড় মারতে হবে। মোট কথা, গালে চড় মারা থেকে বিরত থাকুন।


- ইন্টারনেট