অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ভাঙা রোজা কীভাবে রাখতে হবে?

ইসলামিক শিক্ষা March 21, 2017 1,059
অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ভাঙা রোজা কীভাবে রাখতে হবে?

প্রশ্ন : আমি আট মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ৩০ রোজা রাখতে পারি নাই। এখন এই ৩০ রোজা আমি কীভাবে রাখব? ভেঙে ভেঙে রাখলে হবে নাকি একাধারে রাখতে হবে?


উত্তর : রমজানের পর ৩০ রোজা একাধারে রাখা কঠিন। কারণ রমজান মাসে তো সবাই রোজা রাখে, রোজা রাখার একটা অভ্যাস তৈরি হয়, পরিবেশ তৈরি হয়। কিন্তু এখন একাধারে ৩০ রোজা রাখতে কষ্ট হবে আপনার।


সুতরাং, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। একটি, দুটি করে পুরো বছরে আপনি ৩০ রোজা রাখতে পারবেন ইনশা আল্লাহ।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন