মেডিকেল কলেজে পড়াচ্ছেন প্রফেসর-
প্রফেসর : মনে করো, কেউ প্রচণ্ড অস্থির। একবার বসে, আবার দাঁড়ায়, কী করবে বুঝে পায় না। মাঝেমধ্যে চিৎকার, চেঁচামেচি, লম্ফঝম্পও করে। এমন অসুস্থতার লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা হবে?
এক ছাত্র : তিনি এল ক্লাসিকোতে রিয়েল মাদ্রিদের কোচ!