১) প্রথম কারণই হল বাহুবলী নাকি কাট্টাপ্পাকে ক্যান্ডি ক্রাশ গেমের রিকোয়েস্ট পাঠিয়েছিল। ব্যস তাতেই রেগে আগুন কাট্টাপ্পা।
২) দ্বিতীয় কারণটি জানলেই আপনি চমকে যাবেন। কাট্টাপা বাহুবলীকে একটি মেসেজ পাঠানোর পর নাকি বাহুবলী উত্তরে লিখেছিল ‘k’। এমনটা তো আমরাও প্রায় করে থাকি। তাহলে কি আমাদেরও কাট্টাপ্পার মত কারও হাতে মরতে হবে।
৩) ক্ল্যাশ অফ ক্ল্যান গেমে নাকি নিজের ক্ল্যান থেকে কাট্টাপ্পাকে বের করে দিয়েছিল বাহুবলী। তাঁর প্রতিশোধ নিতেই খুন করেছিল কাট্টাপ্পা।
৪) আবার জানা যাচ্ছে ছবির দ্বিতীয় সিকোয়েল বানানোর জন্যই নাকি কাট্টাপা বাহুবলীকে মেরেছিল, যাতে দর্শকের মনে প্রশ্ন থাকে যে কেন মরল বাহুবলী।
৫) চেন্নাই এক্সপ্রেসে কাট্টাপ্পার মেয়ের ভূমিকায় ছিলেন দীপিকা পাডুকোন। আর বাহুবলী সেই দীপিকাকে পছন্দ করেন বলে জানান। ব্যস বাবা হিসেবে এই প্রস্তাব মেনে নিতে পারেনি কাট্টাপ্পা। তাই মারতে হয়েছিল বাহুবলীকে।
তথ্যসূত্রঃ সংবাদ প্রতিদিন