দাগহীন উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক। এসব উপাদান যেমন হাতের কাছে সহজে পাওয়া যায়, তেমনি কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই এগুলোর।
▶জেনে নিন ঘরে তৈরি ৭ ফেসপ্যাক সম্পর্কে-
দুধ, লেবুর রস, মধু
১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করুন ত্বকে। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
ওট এবং দই
ওটমিল সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন পেস্ট তৈরি করে দইয়ের সঙ্গে মেশান। এই ফেসপ্যাক ত্বকের রোদে পোড়া দাগ ও বলিরেখা দূর করতে সাহায্য করবে।
আলু
আলু প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করে। আলুর খোসা ছাড়িয়ে ছেঁচে নিন। ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে ত্বকের জৌলুস।
কলা ও আমন্ড অয়েল
পাকা কলা ভালো করে চটকে নিয়ে ১ চা চামচ আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন ও হলুদ
১ টেবিল চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ হলুদ গুঁড়া মেশান। মিশ্রণে পানি অথবা দুধ দিয়ে পেস্ট তৈরি করুন। এই ফেসপ্যাকটি ত্বকের বিবর্ণ ভাব দূর করবে।
পেঁপে ও মধু
আধা কাপ পাকা পেঁপের টুকরা চটকে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
টমেটো ও দই
টমেটো চটকে দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে ২-৩বার ব্যবহার করুন ত্বকে। ত্বকের জৌলুস বাড়বে।
তথ্য: বোল্ডস্কাই