আত্মহত্যা ছোঁয়াচে রোগ

শিক্ষক-ছাত্র কৌতুক March 16, 2017 2,752
আত্মহত্যা ছোঁয়াচে রোগ

শিক্ষক : কিরে মাছুম, আজ এতো পিছনে বসেছিস কেন? বলতো ‘আত্মহত্যা’ কী রোগ?


মাছুম : আত্মহত্যা তো ছোঁয়াচে রোগ।


শিক্ষক : কীভাবে বুঝলি?


মাছুম : স্যার এবার ঈদে মাইয়ারা ইন্ডিয়ান চ্যানেল দেইখা যে হারে পাখি পাখি বইলা মরছে, তয় এটারে ছোঁয়াচে না বইলা কি বলবে?