কখনো কখনো আপনার ত্বক অনেক রুক্ষ হয়ে পড়ে। নামি-দামি প্রসাধনী ব্যবহার করেও দেখেছেন, কিন্তু ত্বকের কোমলতা কিছুতেই ফিরছে না। এখন উপায়?
বিশেষজ্ঞদের মতে, রুক্ষ ত্বক কারোই ভালো লাগে না। তবে গোসলের আগে ২০ মিনিটের পরিশ্রমে আপনি ত্বকের কোমলতা ফেরাতে পারেন। এছাড়া রতে ঘুমানোর আগে ঘরোয়া মিশ্রণ ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন ভাবে অবাঞ্ছিতও লোম দূর করতে পারবেন।
রুক্ষ ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে এবং অবাঞ্ছিত লোম দূর করতে দুইটি মিশ্রণ তৈরি প্রস্তুত প্রণালী নিম্নে দেয়া হলো. . .
১. উপকরণ : এক কাপ টকদই, বেসন ২-৩ চা চামুচ ও ১ টেবিল চামুচ মধু।
প্রস্তুত প্রণালী : উপরের উপকরণগুলো মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখসহ পুরো শরীরের ত্বকে ভালো করে লাগিলে আধা ঘণ্টা পর ম্যাসেজ করে ধুয়ে ফেলুন। এটা নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।
২. উপকরণ : এক টেবিল চামুচ টকদই, ২ টেবিল চামুচ ময়দা, এক চা চামুচ লেবুর রস ও এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
প্রস্তুত প্রণালী : একটি বাটিকে উপরের উপকরণগুলো মিশিয়ে ত্বকে পুরু করে প্রলেপ দিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ভালো করে পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই কাজ করুন। এই মিশ্রণটি লোমের রং পরিবর্তন করে এবং লোম ওঠা কমিয়ে দেয়।