সুদ হারাম কেন?

ইসলামিক শিক্ষা March 14, 2017 1,909
সুদ হারাম কেন?

প্রশ্ন : সুদ কেন হারাম?


উত্তর : আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুদ অর্থনীতিকে ধ্বংস করে দেয়। কিছু লোক ধনী হতে থাকে আর কিছু লোক শেষ হয়ে যেতে থাকে। সুদকে আল্লাহতায়ালা এ জন্য হারাম করেছেন। এককথায় উত্তর হচ্ছে, সুদকে আল্লাহতায়ালা হারাম করেছেন। এ জন্য আমরা সুদকে হারাম মনে করি।