হায়েজে নাপাকি না লাগলে ওই পোশাকে নামাজ পড়া যাবে?

ইসলামিক শিক্ষা March 13, 2017 1,578
হায়েজে নাপাকি না লাগলে ওই পোশাকে নামাজ পড়া যাবে?

প্রশ্ন : হায়েজের সময় ব্যবহৃত পোশাকে নাপাকি না লাগলে পরে না ধুয়ে ওই কাপড় পরে কি নামাজ পড়া যাবে?


উত্তর : যদি কাপড়ে নাপাকি না লাগে, তাহলে সেই কাপড় দিয়ে সালাত আদায় করা জায়েজ। তবে যদি নিশ্চিত হন যে নাপাকি লেগে গেছে, তাহলে অবশ্যই আপনাকে ওই নাপাকি দূর করতে হবে। অন্যথায় সালাত শুদ্ধ হবে না।


নাপাকি লেগে গেলে, নিশ্চিত হওয়ার পরে অবশ্যই আপনাকে তাহরাত হাসিল করতে হবে, ওটাকে ধুতে হবে। কিন্তু যদি নিশ্চিত হন যে নাপাকি লাগেনি, তাহলে ওই কাপড় দিয়ে সালাত আদায় করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন